ইতিহাসঃ
আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তর, সিলেট এর আওতাধীন জেলা সমূহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। অত্র দপ্তর হতে এই ০৪(চার) জেলার অনুকূলে আইআরসি, ইআরসি ও ইন্ডেন্টিং ইআরসি সনদপত্র জারি ও নবায়ন করা হয়। সিলেট বিভাগে অবস্থিত বিভিন্ন স্থল বন্দর ও শুল্ক ষ্টেশন দিয়ে কয়লা, পাথর, চুনাপাথর, নিত্য প্রয়োজনীয় পণ্যাদি এবং অন্যান্য মালামালিআমদানি ও রপ্তানি করা হয়। সিলেট বিভাগে অনেকগুলো স্থল বন্দর থাকার কারণে মালামাল আমদানি ও রপ্তানি অর্থাৎ এলসি স্থাপনের নিমিত্তে অত্র দপ্তর হতে আইআরসি ও ইআরসি জারি এবং নবায়নের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক পরিধি বা অত্র দপ্তরের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
মিশনঃ অনলাইন সেবা প্রদান পদ্ধতি সহজিকরণ, আধুনিকীকরণ ও যুগোপযোগীকরণের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি।
ভিশনঃ নিবন্ধনসহ অন্যান্য সেবা প্রদান কার্যক্রম বিশ্বমানে উন্নীতকরণ।
কার্যাবলীঃ