Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জানুয়ারি ২০২৩

ইতিহাস, মিশন, ভিশন ও কার্যাবলী

ইতিহাসঃ

আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তর, সিলেট এর আওতাধীন জেলা সমূহ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার। অত্র দপ্তর হতে এই ০৪(চার) জেলার অনুকূলে আইআরসি, ইআরসি ও ইন্ডেন্টিং ইআরসি সনদপত্র জারি ও নবায়ন করা হয়। সিলেট বিভাগে অবস্থিত বিভিন্ন স্থল বন্দর ও শুল্ক  ষ্টেশন  দিয়ে কয়লা, পাথর, চুনাপাথর, নিত্য প্রয়োজনীয় পণ্যাদি এবং অন্যান্য মালামালিআমদানি ও রপ্তানি করা হয়। সিলেট বিভাগে অনেকগুলো স্থল বন্দর থাকার কারণে মালামাল আমদানি ও রপ্তানি অর্থাৎ এলসি স্থাপনের নিমিত্তে অত্র দপ্তর হতে আইআরসি ও ইআরসি জারি এবং নবায়নের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক পরিধি বা অত্র দপ্তরের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।

মিশনঃ অনলাইন সেবা প্রদান পদ্ধতি সহজিকরণ, আধুনিকীকরণ ও যুগোপযোগীকরণের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি।

ভিশনঃ নিবন্ধনসহ অন্যান্য সেবা প্রদান কার্যক্রম বিশ্বমানে উন্নীতকরণ।

কার্যাবলীঃ

  1. আমদানি নীতি আদেশ প্রণয়ন ও প্রকাশনায় বাণিজ্য মন্ত্রণালয়কে প্রত্যক্ষ সহায়তা প্রদান ও  তার বাস্তবায়ন ;
  2. The Importers, Exporters and Indentors (Registration)Orders,1981 এর আওতায় বাণিজ্যিক শিল্প আমদানিকারকদের অনুকুলে ইন্ডেন্টিং সনদপত্র (Indenting registration Cretificate)জারিকারন, নবায়ন ও বিধি বহির্ভূত কাজের জন্য নিবন্ধন সনদপত্র স্থগিত/বাতিলকরন ;
  3. নিবন্ধন ও নবায়ন ফিস আদায় তদারকিরন এবং এতদসংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ ও সংরক্ষন ;
  4. আর্ন্তজাতিক ও আঞ্চলিক মেলা অনুষ্ঠানের ক্ষেত্রে অংশগ্রহণ সংক্রান্ত কাজ;
  5. ইম্পোর্ট ট্রেড কন্ট্রোল সিডিউল (আইটিসি)সংক্রান্ত কমিটির কাজ;
  6. এইচএস কোড নম্বর, পণ্যের শ্রেনী বিন্যাস অথবা বিবরণ সম্পর্কে বিরোধসহ অন্যান্য বিষয়ে শুল্ক কর্তপক্ষের সঙ্গে আমদানিকারকদের উদ্ভুত সমস্যা নিস্পতিকরণ ;
  7. আমদানি নীতি আদেশের বিধানসমুহ সম্পর্কে সৃষ্টি যে কোন জটিল ব্যাখ্যা প্রদান;
  8. বিরাজমান অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতির প্রেক্ষাপটে প্রচলিত আমদানি নীতি আদেশের ধারা /উপধারার সংস্কার ও পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বানিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ;
  9. আমদানী নীতি আদেশের যে কোন পরিবর্তন , সংযোজন , সংশোধন সংক্রান্ত গণবিঙ্গপ্তি জারিকাণ এবং আমদানি নীতি আদেশের আলোকে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন;
  10. আমদানি ও রপ্তানি সংক্রান্ত তথ্যাদি বিশ্লেষন এবং তদুনুযায়ী অবহিতকরণ;
  11. বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত ঋনপত্রের কপি পরীক্ষকরণ ও তদুনুযায়ী গ্রহণ,পর্যালোচনা ও সংরক্ষন ;
  12. আমদানি ব্যয় এবং রাজস্ব আয়ের পরিসংখ্যান সংক্রান্ত কর্যক্রম ইত্যাদি ।